নিউজইশপ রিপোর্ট: জনপ্রিয় হয়ে ওঠা দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের ১৩টি মডেলের ল্যাপটপ আছে মোবাইল ফোন অপারেটর রবি’র ই-কমার্স প্ল্যাটফর্মে। এর বাইরেও এই অনলাইন শপটিতে রয়েছে আরো কয়েকটি চাইনিজ ব্র্যান্ডের ল্যাপটপ।
সবগুলোর ওপরেই ক্রেতা চাইলে কোনো রকম বাড়তি ইন্টারেস্ট ছাড়াই কিস্তি সুবিধা নিতে পারবেন। তবে তার জন্যে ক্রেতার থাকতে হবে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউসিবিএল, ট্রাস্ট ব্যাংক, মিউচিয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক বা ব্যাংক এশিয়া’র ক্রেডিট কার্ড।
এর বাইরে রবিশপ বিকাশ বা যে কোনো ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে মূল্য পরিশোধের সুযোগ রেখেছে। তবে তারা এই পন্যের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে পন্য বিক্রি করছে না।
এই শপে থাকা ল্যাপটপগুলোর মূল্য আছে ১৭ হাজার টাকা থেকে ৭৯ হাজার ৯৫০ টাকার মধ্যে।
সবচেয়ে দামী ওয়ালটন ব্র্যান্ডের ডব্লিউডব্লিউ১৭৬এচই৭বি মডেলের ল্যাপটপটিতে আছে দুই বছরের ওয়ারেন্টি। ছয় মাসের কিস্তি সুবিধা নিলে প্রতি কিস্তিতে দিতে হবে ১৩ হাজার ৩২৫ টাকা।
তবে কয়েকটি পন্যের ওপর আরো বেশ সময়ের ওয়ারেন্টি আছে। এর বাইরে কয়েকটি ল্যাপটটের ওপর আবার চমকপ্রদ ছাড়ও দিয়েছে রবিশপ কর্তৃপক্ষ।
ল্যাপটপ ছাড়াও হরেক রকমের মনিটর, কিবোর্ড, মাউস ও মাউস প্যাড এবং ফ্ল্যাশ ড্রাইভও মিলছে প্ল্যাটফর্মটিতে।
সংবাদ নিয়ে আলোচনা