নিউজইশপ রিপোর্ট: নানা ধরণের পন্য বিকিকিনির ক্ষেত্রে জনপ্রিয় হয়ে ওঠা মোবাইল ফোন অপারেটর রবি’র অনলাইন প্ল্যাটফর্ম রবি শপ সম্প্রতি বাইসাইকেল বিক্রি করতে শুরু করেছে।
তাদের প্ল্যাটফর্ম বিক্রি হচ্ছে বাইসাইকেলের দেশীয় জনপ্রিয় ব্র্যান্ড দুরন্ত। সেখানেও রবি কর্তৃপক্ষ দিচ্ছে ছাড় এবং ছয় মাসের কিস্তির সুবিধা।
চালু হওয়ার পর থেকে রবি শপ থেকে মূলত মোবাইল হ্যান্ডসেট এবং নানা রকমের ইলেক্ট্রনিক পন্য বিক্রি হলেও বাই সাইকেলেরও তারা ভালো করবেন বলে আশা করছেন।
বর্তমানে শপটিতে ১৮ ধরনের বাইসাইকেলের সমারহ আছে, যার ১৪ টা-ই ছেলেদের জন্যে। মহিলাদের জন্যে দুই ধরণের এবং বাচ্চাদের জন্যে আছে আরো দুই ধরণের সাইকেল।
ওয়েবসাইটে থাকা সবচেয়ে কম দামি সাইকলের দাম ৫,৪২৫ টাকা যেটি বাচ্চাদের জন্যে। কাছাকাছি মূল্য সীমার মধ্যে আরো একটি সাইকেল আছে সেটিও বাচ্চাদের জন্যে। বড় ক্ষেত্রে সর্বনিন্ম মূল্য সাত হাজার টাকা থেকে শুরু। আর সর্বোচ্চ মূল্য মান ১৯ হাজার ৫১৫ টাকা।
দুরন্তের আরো ধাপে বেশী মূল্যের সাইকেল থাকলেও সেগুলো রবি শপে তোলা হয়নি।
প্রতিটি সাইকেলের লিংকি গিয়ে সাইকেল সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে পারবেন ক্রেতা। ওই প্ল্যাটফর্ম থেকে সাইকেল না কিনলেও সাইকেলের নানা দিক সম্পর্কেও এখান থেকে ধারনা পাওয়া সম্ভব।
মূল্য পরিশোধের ক্ষেত্রে ক্যাশ-অন ডেলিভারি’র কোনো ব্যবস্থার কথা উল্লেখ না থাকলেও যে কোনো অনলাইন পেমেন্ট মাধ্যম, বিকাশসহ অন্যান্য এমএফএস সেবা থেকেও মূল্য পরিশোধ করা যাবে।
দশ হাজার টাকার নীচের কোনো বাইসাইকেলে ইএমআই বা কিস্তির সুবিধা দিচ্ছে না তারা। আর ইএমআই-এর ক্ষেত্রে গ্রাহক ছয় মাসের সমান কিস্তিতে টাকা পরিশোধের সুবিধা পাবেন।
কোনো রকম বাড়তি ইন্টারেস্ট ছাড়াই ব্র্যাক, সিটি, ইবিএল, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ঢাকা ব্যাংক, ইউসিবিএল, ট্রাস্ট, মিউচিয়াল ট্রাস্ট, ডাব বাংলা, ব্যাংক এশিয়া’র ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেতা মূল্য পরিশোধ করে ইএমআই সুবিধা নিতে পারবেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাইকেলগুলো মুলত আলাদা আলাদা যন্ত্রাংশ হিসেবে থাকবে এবং সেগুলো যুক্ত করে পরিপূর্ণ সাইকেলে সেট করার জন্যে অ্যাসেম্বিটিং চার্জ গ্রাহককেই দিতে হবে।
কিছুদিন আগে রবি এবং দূরন্ত সাইকেল বিক্রির জন্যে রবি চুক্তি করেছে প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে। তারপর থেকেই রবি শপে দুরন্তের বিপনন শুরু।
বলা হচ্ছে, সাইকেলগুলো গুণে মানে অত্যন্ত ভালো এবং বিদেশেও এগুলো রপ্তানি হচ্ছে।
সংবাদ নিয়ে আলোচনা