নিউজইশপ রিপোর্ট: কোভিডের ধাক্কা সামলে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের টেলিকম খাত। শুধু আগস্ট মাসেই মোবাইল ফোন অপারেটরগুলো ১৭ লাখ ৪৬ হাজার কার্যকর মোবাইল সংযোগ বৃদ্ধি করতে পেয়েছে।
ওই একই মাসে কার্যকর ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে ১৭ লাখ ৭৮ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বুধবার এ সংক্রান্ত যে তথ্য প্রকাশ করেছে তাতে পাওয়া গেছে বৃদ্ধির এই হার।
ফলে আগস্টের শেষে দেশে কার্যকর মোবাইল সংযোগ দাঁড়িয়েছে ১৬ কোটি ৬০ লাখ ২৮ হাজার। অন্যদিকে একই মাসের শেষে কার্যকর ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ১০ কোটি ৮১ লাখ ৮৮ হাজার।
এর আগে মার্চ মাসে দেশে কোভিডের ধাক্কা লাগার পর থেকে টানা চার মাস কেবল গ্রাহক হারিয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। ফলে ১৬ কোটি ৬১ লাখ থেকে পড়তে পড়তে ১৬ কোটি ১২ লাখে নেমে এসেছিল মোবাইল ফোনের কার্যকর সংখ্যা।
তারপর থেকে গত তিন মাসে আবার বলতে গেলে আগের জায়গায় ফিরে এসেছে টেলিকম অপারেগুলো।
কোভিডে মোবাইল সংযোগ কমলেও ইন্টারনেট সংযোগে সেক্ষেত্রে টানা ধাক্কা লাগেনি। মাঝখানে এপ্রিল মাসে একটা বড় ধাক্কা লাগলেও পরের মাস থেকে আবার টানা সংযোগ বৃদ্ধি করতে পেরেছে মোবাইল ফোন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা।
আগস্ট মাসের শেষে কার্যকর ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ৯ কোটি ৯৬ লাখ ১৮ হাজার সংযোগই এসেছে মোবাইল ফোন অপারেটরদের কাছ থেকে। আর ৮৫ লাখ ৭১ হাজার সংযোগ রয়েছে ফিক্সড ব্রডব্যান্ডের মাধ্যমে।
সংশ্লিষ্টরা বলছেন, কোভিডের সময় যেহেতু মানুষের ইন্টারনেট নির্ভরতা অনেক বেড়ে গেছে সে কারণে এক দিকে ইন্টারনেট সংযোগ বেড়েছে, বেড়েছে ইন্টারনেটের ব্যবহারও।
অপারেটগুলোর সূত্র জানিয়েছে, এরই মধ্যে দেশে কার্যকর মোবাইল ইন্টারনেট সংযোগ দশ কোটি ছাড়িয়ে গেছে, যেখানে ফোরজি’র গ্রাহক সংখ্যাই প্রায় অর্ধেক।
অন্যদিকে কার্যকর সংযোগের ক্ষেত্রে কোভিডের আগে থেকে দেশ সেরা অপারেটর গ্রামীণফোন পতনের ধারাবাহিকতায় থাকলেও এখন তারা তাদের ইতিহাসে সর্বোচ্চ গ্র্রাহক নিয়ে ৭ কোটি ৭০ লাখে অবস্থান করছে।
আগস্ট মাসের শেষে রবি’র কার্যকর সংযোগ দাঁড়িয়েছে চার কোটি ৯৮ লাখ। বাংলালিংক তিন কোটি ৪৬ লাখ এবং রাষ্ট্রায়াত্ত্ব অপারেটর টেলিটক আছে ৪৬ লাখ ৫৫ হাজারে।
সংবাদ নিয়ে আলোচনা