নিউজইশপ রিপোর্ট: দেশে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে এ ধরনের লেনদেনে গ্রাহক এবং সেবা সংস্থাগুলোকে বিশেষ প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ এসোশিয়েশন অব সফটওয়ার অ্যান্ড সার্ভিসেস (বেসিস)।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজল কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ডিজিটাল লেনদেনে অন্তত ৫ শতাংশ প্রণোদনা দেওয়ার অনুরোধ করেন।
এ সময় বেসিসের ডিজিটাল কমার্স কমিটির কো-চেয়ারম্যান এবং মাস্টার কার্ডের কান্ট্রি ডিরেক্টর সৈয়দ মোহম্মদ কামালও উপস্থিত ছিলেন।
বেসিসের প্রস্তাবে বলা হয়েছে, ৫ শতাংশ প্রণোদনা দেওয়া হলে এর ৩ শতাংশ মার্চেন্টের জন্যে এবং বাকি ২ শতাংশ পেমেন্ট প্রদানকারী গ্রাহকে দিলে রাতারাতি সব লেনদেন ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসবে।
এ বিষয়ে কামাল সাংবাদিকদেরকে বলেন, প্রণোদনা না দেওয়া হলে লেনদেনকে পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনা সময় সাপেক্ষ কাজ হবে। আর লেনদেনের ডিজিটালাইজেশন ছাড়া সামগ্রিক ডিজিটালাইজেশন কিন্তু অসম্ভব।
বিভিন্ন দেশ প্রণোদনা দিয়ে গ্রাহকদেরকে ডিজিটাল সেবা ব্যবহারের ক্ষেত্রে উৎসাহী করেছে বলেও জানান তিনি।
বর্তমানে দেশে নয় কোটি ২৯ লাখ এমএফএস অ্যাকউন্ট আছে যদিও তার চার কোটি ৬ লাখের মতো ব্যবহার হচ্ছে। এর বাইরে সব ধরণের কার্ড মিলেয়ে আরো এক কোটি ডিজিটাল পেমেন্ট অপশন আছে।
বাংলাদেশে ব্যাংকের হিসেব অনুসারে গত কয়েক মাস থেকে এমএফএস এর মাধ্যমে প্রতি মাসে কেনাকাটায় এক হাজার কোটি টাকার বেশী ব্যবহার হচ্ছে।
একই সময় বেসিসের পক্ষ থেকে কোভিডের মহামারি কাটিয়ে উঠতে সরকার ঘোষিত ২০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা ওপর সফটওয়ার কোম্পানিগুলোর জন্যে ক্রেডিট গ্যারান্টি সুবিধা চালু করার অনুরোধ করা হয়েছে।
সংবাদ নিয়ে আলোচনা