নিউজইশপ রিপোর্ট: চলতি বছরের প্রথম আট মাসে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে কেনাকাটায় লেনদেন হয়েছে পাঁচ হাজার ৩৯৪ কোটি টাকার মতো। অথচ আগের দুটো পূর্ণ বছর মিলিয়েও লেনদেনের অংকটা এতো ছিল না।
রোববার বাংলাদেশ ব্যাংক এমএফএস-এর আগস্ট মাসের যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে মোবাইল ফোনের মাধ্যমে সামগ্রিক লেনদেন ৩৪ শতাংশ কমে গেলেও কেনাকাটায় এই ধরনের কনট্রাক্টলেস লেনেদন কিন্তু সেই অর্থে খুব একটা কমেনি।
আগস্ট মাসে কেনাকাটার জন্যে মোবাইল ফোনের এই সেবাটির মাধ্যমে ক্রেতারা খরচ করেছেন এক হাজার ৬০ কোটি টাকা। যা জুলাই মাসে ছিল এক হাজার ১৩৪ কোটি টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, জুলাই ঈদের মাস থাকায় তখন কেনাকাটায় মানুষ বাড়তি খরচ করেছে। এটাই সব সময় হয়ে আসছে। এমএফএস সেবায়ও তার প্রতিফলন আছে।
দেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা বিকাশ বলছে, যে হারে মানুষ কেনাকাটার লেনদেনের জন্যে মোবাইল ব্যবহার করছে সেটি আশাপ্রদ খবর। সামনের দিনে এই অংক বাড়তেই থাকবে।
তাছাড়া শুধু জুলাইয়ের সঙ্গে আগস্টের তুলনা না করে সামগ্রিকভাবে তথ্যগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে এই ধারা উর্ধ্বমুখীই আছে, বলেন তারা।

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা ‘নগদ’ এর ডেব অব পাবলিক রিলেশন্স জাহিদুল ইসলাম সজল বলেন, ঈদের সময়ে মানুষ কেনাকাটায় মোবাইলকে অনেক বেশী ব্যবহার করেছে যে কারণে আগস্ট মাসের এক হাজার ৬০ কোটি টাকার অংকটাকে কম মনে হচ্ছে। তবে আমরা মনেকরি বৃদ্ধির হার ঠিকমতোই এগুচ্ছে।
“মার্চেন্ট পেমেন্ট অ্যাকাউন্ট না থাকায় এই পদ্ধতির পেমেন্টের বাইরেও সেন্ড মানি’র সুবিধা নিয়ে কেনাকাটার অর্থ লেনদেন হয়ে থাকে। সেই অংক বিবেচনায় নিলে দেখা যাবে কেনাকার ক্ষেত্রে এমএফএস এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে,” বলেন সজল।
কেনাকাটার পেমেন্টের এই পদ্ধতি জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রে কোভিডকে একটি কারণ হিসেবে বলেন তিনি, যেটি একই সঙ্গে প্রমাণ করে দেশের মানুষ ডিজিটাল সেবা গ্রহনের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশী এগিয়ে যাচ্ছে।
অপারেটরগুলো বলছে, চলতি বছরের মধ্যেই কেনাকাটায় মোবাইল ফোনের এই লেনদেন খুব ভালো একটা অবস্থায় চলে যাবে।
বাংলাদেশ ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা বা এমএফএস-এর মাধ্যমে মার্চেন্ট পেমেন্ট বা কেনাকাটার লেনদেনের এই হিসেব প্রকাশ করছে ২০১৭ সালের জুলাই থেকে যদিও এই মাধ্যমে লেনদেন হচ্ছে আরো আগে থেকেই।
প্রতি মাসে প্রকাশিত ওই হিসেব বলছে, ২০১৭ সালের জুলাই থেকে ডিসেম্বর এই সময় মাসে মার্চেন্ট অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ৭৩৫ কোটি ৬০ লাখ টাকা। পরের বছরের ছয় মাসে এই অংক এক হাজার কোটি টাকা পেরিয়ে যায়। সেই বছরের জুলাই থেকে ডিসেম্বর এই মাসে এই প্রক্রিয়ায় লেনদেন হয় এক হাজার ৯১০ কোটি ৩২ লাখ টাকা।

কেনাকাটায় আগের চেয়ে বেশী মোবাইল লেনদেন ব্যবহার হওয়ার ক্ষেত্রে এমএফএস অপারেটরদেরও একটা বড় ভূমিকা আছে। যে কোনো উৎসব পার্বনেই তারা ক্যাশব্যাকসহ নানা অফার দিচ্ছেন। ফলে মানুষ আগ্রহ হচ্ছেন এই মাধ্যমে লেনেদন করতে।
এ বিষয়ে বিকাশের প্রধান কর্পোরেট অ্যাফেয়ার অফিসার শেখ মোঃ মনিরুল বলছিলেন, তারা অনেক সেবা লেনদেনকে ডিজিটাইজ করে তাদের নেওয়ার্কে এনেছেন। যার কারণে মানুষ এখন ঘরে বসেই কেবল মোবাইলের কয়েকটি বাটন টিপে নানা বিল পরিশোধ করতে পারছে। তাতে করে আর্থিক খাতের ডিজিটাইজেশান অনেক দ্রুততার সঙ্গে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে আগস্ট মাসে মোবাইলের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ৪১ হাজার কোটি ৪০৩ কোটি টাকা, যেটি জুলাই মাসে ছিল ৬২ হাজার ৯৯৯ কোটি টাকা।
আগস্ট মাসের শেষে দেশে নিবন্ধিত এমএফএস অ্যাকাউন্ট দাঁড়িয়েছে নয় কোটি ২৯ লাখ ৩৭ হাজার, যার অর্ধকের কিছু কম অ্যাকাউন্ট নিয়মিত ব্যবহার হচ্ছে।
সংবাদ নিয়ে আলোচনা