নিউইশপ রিপোর্ট: আগামী ২০৪১ সালের মধ্যে ১০ লাখ তরুণ-তরুণীকে আইটি প্রশিক্ষনসহ ৫ লাখ প্রশিক্ষিতদের আইটি খাতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন অনুযায়ী বৈষম্যমুক্ত দেশ ও উন্নয়ন বিকেন্দ্রীকরণ করছেন প্রধানমন্ত্রী বলেও মন্তব্য করেন তিনি।
রংপুর পীরগঞ্জ ফতেপুরে বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত শেষে লালদিঘিতে নির্মাণাধীন শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আইটি প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
সংবাদ নিয়ে আলোচনা