নিউজইশপ রিপোর্ট: অ্যাপ ব্যবাহারের নিয়ম না মানার কারণে বছরের প্রথম ছয় মাসে দশ কোটি ৪০ লাখ ভিডিও সরিয়ে নিয়েছে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।
টিকটক এক প্রতিবেদনে জানায়, সরিয়ে নেওয়া ভিডিওর ৯৬.৪ শতাংশ ব্যবহারকারী কোনো রিপোর্ট করার আগেই সনাক্ত করা হয়েছে এবং সনাক্তের পর সরিয়ে নেয়া হয়েছে।
এই সংবাদ নিশ্চিত করেছে রয়টার্স ।
বছরের প্রথমার্ধে করোনাভাইরাস এবং নির্বাচন সম্পর্কিত বিষয়বস্তুর যাচাই করার লক্ষ্যে ফ্যাক্ট-চেকিং প্রোগ্রাম শুরু করে টিকটক।
টিকটকের প্রতিবেদনেটি এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রে টিকটকের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে এবং মার্কিন প্রেসিডেন্ট সরাসরি হুমকি দেন যে, টিকটককে হয়তো মার্কিন মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে হবে অন্যথায় তা যুক্তরাষ্ট্রে বন্ধ থাকবে।
মার্কিন সরকার উদ্বেগ প্রকাশ করে বলে, চীনা অ্যাপটি ব্যবহার করে এমন প্রায় দশ কোটি আমেরিকানের ব্যক্তিগত তথ্য চীনের কমিউনিস্ট পার্টির হস্তগত হয়েছে।
তবে টিকটক বলছে, ব্যবহারকারীর তথ্যের জন্য তারা ১৭৬৮ অনুরোধ পেয়েছে তারা, যার ২৯০ অথবা ১৬.৪ শতাংশ এসেছে যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে।
সংবাদ নিয়ে আলোচনা