নিউজইশপ রিপোর্ট: অল্প কিছুদিনের মধ্যে তুন আইফোন বাজারে আনার তারিখ ঘোষণা করতে পারে অ্যাপল। চলতি সপ্তাহে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নতুন আইফোন বাজারে আনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।
ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে আইফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে অ্যাপল। গত ২২ জুন অ্যাপল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন অনলাইনে আয়োজন করেছিল।
নতুন আইফোনের সঙ্গে নতুন আইপ্যাড ও নতুন প্রজন্মের অ্যাপল ওয়াচের দেখা মিলতে পারে এবার।
গত বছরে আইফোন ১১ সিরিজের ঘোষণা এসেছিল ২০ সেপ্টেম্বর। এবারে নতুন আইফোন ঘোষণার তারিখ আরেকটু পেছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। করোনাভাইরাসের কারণে অ্যাপলের যন্ত্রাংশ প্রাপ্তিতে কিছুটা দেরি হচ্ছে।
১৯ অক্টোবর থেকে আইফোন হাতে পেতে পারেন ক্রেতারা। এবার চারটি মডেলের আইফোন ১২ বাজারে আসতে পারে। ইতিমধ্যে এসব আইফোনের মডেল ও দাম নিয়ে বাজারে নানা গুঞ্জন রয়েছে।
সংবাদ নিয়ে আলোচনা