নিউজইশপ রিপোর্ট: ফ্রি’র খেলাটা বেশ জমে উঠেছে। করোনার সময়ে গ্রাহকদের পাশে থাকতে গ্রামীণফোন এক কোটি গ্রাহকের জন্যে ১০ কোটি মিনিট করে ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে শুক্রবার। আর শনিবার পার হতে না হতেই এক কোটি ৩০ গ্রাহকের জন্যে ১০ মিনিট করে ফ্রি দেওয়ার ঘোষণা নিয়ে হাজির হয়েছে রবি।
গ্রাহক সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে থাকা রবি ১০ মিনিটের সঙ্গে আবার ৫০ এমবি করে ডেটা ফ্রি দেবে বলেও তাদের ফেরিভাইড ফেসবুক পেইজে জানিছে।
রোববার রাত বারোটায় দেওয়া এক ফেসবুক পেইজ ঘোষণায় অপারেটরটি বলছে, “এই জরুরি সময়ে ১ কোটি ৩০ লাখেরও বেশি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রবি। আপনাদের সর্বদা পরিবারের সাথে কানেক্টেড রাখতে আমরা দিচ্ছি ১০ মিনিট ও ৫০ এমবি ফ্রি!”
“ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আপনার পাশে আছে রবি।” স্লোগান যুক্ত অফারটি তিন দিনের জন্যে। যেটি পেতে গ্রাহককে ডায়াল করতে হবে *212*10# নম্বরে। অথবা রবি’র My Robi অ্যাপ থেকেও অফারটি গ্রহন করা যাবে।
অফারটি একজন গ্রাহক কেবল একবারই উপভোগ করতে পারবেন বলেও ঘোষণায় উল্লেখ করা আছে।
অবশ্য ঘোষণার পর তাদের ফেসবুক পেইজে অফারটি’র পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করেছেন গ্রাহকরা।
টেলিকম খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডেটা ফ্রি দেওয়া গেলেও ভয়েস কল ফ্রি দেওয়ার কোনো সুযোগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এ সংশ্লিষ্ট নির্দেশনায় নেই।
তবে করোনার কারণে মানবিক দিক বিবেচনা করে এমন অফার দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রথম ও দ্বিতীয় অপারেটরের এমন পাল্টা-পাল্টি অফার টেলিকম খাতকে আবারো একটি প্রাইস ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তারা বলছেন, করোনার শুরুর দিকে কয়েকটি অপারেটর সরকারের দিকে থেকেই ফ্রি ডেটা এবং ভয়েস কল মিনিট দেওয়ার জন্যে নির্দেশনা চেয়েছিল। কিন্তু বিটিআরসি বা সরকার তখন এ বিষয়ে কিছুই বলেনি।
তবে গ্রামীণফোন ঘোষণাটি দেওয়ার পর অন্যরা আপত্তি জানালে তারাও চাইলেও একই অফার দিতে পারেন বলে টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়। তার প্রেক্ষিতেই রবি তাদের অফারটি নিয়ে হাজির হয় বলে জানা গেছে।
এর মধ্যে এপ্রিলের শেষ দিকে দেশের প্রায় এক কোটি নম্বরে কোনো ব্যালেন্স ছিল না বলেও বিভিন্ন অপারেটর সূত্রে জানা গেছে।
বিটিআরসি’র হিসেব অনুসারে ফেব্রুয়ারির শেষে গ্রামীণফোনের কার্যকর সংযোগ ছিল সাত কোটি ৬৮ লাখ । আর রবি’র সংযোগ আছে চার কোটি ৯০ লাখ।
সংবাদ নিয়ে আলোচনা