নিউজইশপ রিপোর্ট: টাকার মাধ্যমে ভাইরাস ছড়ায়; এই ঝুঁকি থেকেই ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে ‘বিকাশ অন ডেলিভারি’ সেবা চালু করেছে ই-কুরিয়ার।
বৃহস্পতিবার ই-কুরিয়ার, পেমেন্ট পার্টনার বিকাশ এবং ই-কমার্স কোম্পানিদের সংগঠন ই-ক্যাব সম্মিলিতভাবে সেবাটির ডিজিটাল উদ্বোধন করেছে।
অনলাইন কেনাকাটার ক্ষেত্রে শুরু থেকেই ক্যাশ অন ডেলিভারি একটি জনপ্রিয় মাধ্যম, যেখানে পন্য পাওয়ার পরে ডেলিভারিম্যানের কাছে মূল্য পরিশোধ করা যায়। বাংলাদেশে এই ধরনের ডেলিভারি আরো জনপ্রিয়।
করোনার এই পরিস্থিতিতে যারা অনলাইন কেনাকাটা করছেন তাদেরকে সবাইকে নিরাপদ রাখতেই ই-কুরিয়ার চালু করেছে এই উদ্ভাবনী সেবাটি; যেখানে কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই পন্যের ডেলিভারি দেবে ২০১৫ সালে সেবা শুরু করা লজিস্টিক্স কোম্পানিটি।
বর্তমানে ই-কুরিয়ার দেশের সবগুলো জেলায় তাদের সেবার বিস্তার করেছে।
বলা হচ্ছে, ই-কুরিয়ারে পার্সেল রিসিভ করার সঙ্গে সঙ্গে ক্রেতা বিকাশ পেমেন্টের লিঙ্কসহ কনফার্মেশন ম্যাসেজ পেয়ে যাবেন। তখন বিকাশের মাধ্যমে পন্যমূল্য পরিশোধ করা যাবে সহজেই। যেখানে থাকবে টাকার মাধ্যমে ভাইরাস না ছড়ানোর নিশ্চয়তাও।
বৃহস্পতিবার ই-ক্যাবের ফেইসবুক পেইজ থেকে লাইভ ভিডিও’র মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন ই- ক্যাব সভাপতি শমী কায়সার, সংগঠনটির লজিস্টিক্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম ফাহমি, বিকাশের কমিউনিকেশন বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম এবং ই-কুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ রাহুল।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রক্রিয়ার মাধ্যমে এক দিকে যেমন ক্রেতা ও ডেলিভারিম্যানের নিরাপত্তা নিশ্চিত হবে অন্যদিকে আবার ক্রেতারও অনলাইনে কেনাকাটার ওপর আস্থা এবং বিশ্বাস বাড়বে।
ডালিম বলেন, এর ফলে সুযোগটির মাধ্যমে কয়েক কোটি মার্চেন্ট এবং ব্যবসায়ী তাদের বিক্রির টাকা সঠিক সময়ে হাতে পেয়ে যাবেন।
বিপ্লব বলেন, হাতে হাতে টাকার আদান প্রদানের ঝুঁকি আর ডেলিভারি এজেন্টদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন উদ্যোগ নেটওয়া হয়েছে।
ই-কুরিয়ার ২০১৫ সালে তাদের বিনিয়োগের প্রাথমিক ধাপ শুরু করে। আর পরে গত বছর তারা হংকং ভিত্তিক এক প্রতিষ্ঠানের বিনিয়োগ পেয়েছে।
নতুন বিনিয়োগ পাওয়ায় সময় হংকং ভিত্তিক বেসরকারী প্রতিষ্ঠানটি ইকুরিয়ারের আর্থিক মূল্যায়ন করেছে ৩০০ কোটি টাকা।
গত বছর প্রথমে কোরবানির মাসং ডেলিভারি করা, এক দিনে ১০ হাজার পন্যের ডেলিভারি করা এবং একই দিনের মধ্যে পন্যের ডেলিভারি করে বেশ সাড়াও ফেলেছে কোম্পানিটি।
আর এবার করোনার সময়ে মিস্টড কল ডেলিভারিসহ আরো নতুন নতুন সেবা নিয়ে হাজির হয়েছে কোম্পানিটি।
সংবাদ নিয়ে আলোচনা