নিউজইশপ রিপোর্ট: চিন্তা করুণ তো একবার পর্বতারোহীরা হিমালয়ের চূড়ায় বসে ফাইভ জি হাই-ডেফিনেশন ভিডিও এবং ভিআর এক্সপেরিয়েন্স করছে।
এগুলো এখন আর কল্পনা নয়। হিমালয়ে মোবাইলের পঞ্চম প্রজন্মের (ফাইভ-জি) সেবা চালুর মাধ্যমে ফাইভ-জি কানেক্টিভিটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে চায়না মোবাইল ও হুয়াওয়ে।
প্রতিষ্ঠান দু’টি হিমালয়ের ছয় হাজার ৫শ মিটার উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ ফাইভ-জি বেস স্টেশন তৈরি করেছে। একই সঙ্গে এই উচ্চতায় গিগাবিট অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক উন্মোচনের পাশাপাশি চায়না মোবাইলকে এর ডুয়েল গিগাবিট নেটওয়ার্ক চালু করতে সহায়তা করেছে তাদেরই দেশের নেটওয়ার্ক কোম্পানি হুয়াওয়ে।
হুয়াওয়ে বলছে, হিমালয়ের চূড়ায় থেকেও এরপর যে কেউ হাই-ডেফিনেশন ভিডিও এবং ভিআর এক্সপেরিয়েন্স করতে পারবেন যা পর্বতারোহী, বিজ্ঞানীসহ প্রাকৃতিক অন্যান্য বিশেষজ্ঞদের হিমালয় সম্পর্কে নতুন ধারণা দেবে।
উত্তর দিক দিয়ে হিমালয়ে আরোহণের ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে চলতি বছর নতুন করে হিমালয়ের উচ্চতা পরিমাপের কাজ হাতে নেওয়া হয়। চালু হওয়া এই ফাইভ-জি নেটওয়ার্ক উচ্চতা পুনঃপরিমাপে সহায়তা করবে বলে হুয়াওয়ে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বলা হচ্ছে, চায়না মোবাইলের এভারেস্ট ডুয়াল গিগাবিট নেটওয়ার্ক নির্মাণে এন্ড-টু-এন্ড সল্যুশন দেবে হুয়াওয়ে।
হিমালয়ের বেজ ক্যাম্পের পাঁচ হাজার ৩শ’মিটার উচ্চতায় নির্মাণ করা হয়েছে বেস স্টেশনগুলো, পাঁচ হাজার ৮শ’মিটার উচ্চতায় একটি ট্রানজিশন ক্যাম্প এবং ছয় হাজার ৫শ’মিটার উচ্চতায় ফরওয়ার্ড ক্যাম্প নির্মাণ করেছে হুয়াওয়ে।
এই স্টেশনগুলোর নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ ও এগুলোর সুষ্ঠু ব্যবহারের জন্য নেটওয়ার্ক বিশেষজ্ঞগণ রাত দিন চব্বিশ ঘন্টা ওই এলাকাগুলোর ৫ হাজার ৩০০ মিটার ও তার অধিক উচ্চতায় অবস্থান করে নেটওয়ার্ক কার্যক্রম পর্যবেক্ষন ও মেরামতের কাজ করেছে।
হুয়াওয়ের বলছে, তাদের ফাইভ-জি যন্ত্রাংশ ছোট বা সহজে বহনযোগ্য যা সহজেই স্থাপন করা যায়। তাছাড়া এটি চমৎকার কাভারেজ দেয়।
পাঁচ হাজার ৩০০ মিটার উচ্চতায়ও ফাইভ-জি’র ডাউনলোড স্পিড হবে ১ দশমিক ৬৬ জিবিপিএসের বেশি, অন্যদিকে আপলোড স্পিড হবে ২১৫ এমবিপিএস।
Photo: Huawei
সংবাদ নিয়ে আলোচনা