নিউজইশপ রিপোর্ট: সরকারি খাদ্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে ভূতুড়ে তালিকা বাদ দিয়ে যাতে সঠিক লোকের হাতে সেবাটি পৌঁছায় তার জন্যে একটি ডেটাবেজ তৈরীর কাজে হাত দিয়েছে সরকার।
ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের কাছ থেকে তথ্য নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই ডেটাবেজ তৈরী করছে।
ডেটাবেজ তৈরীর কাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।
“এমন একটি ডেটাবেজ তৈরীর পরিকল্পনা সরকারের আরো আগেই ছিল। এখন উদ্বুতু পরিস্থিতিতে কাজগুলোকে শুধু এগিয়ে আনা হয়েছে,” বলছিলেন জিয়াউল আলম।
তিনি বলেন, ত্রাণ বা সরকারি যে কোনো সহায়তা বিতরণের নানা ঘপলার কথা সব সময়ই শোনা যায়। এবারও করোনা ভাইরাসের প্রদুর্ভাবের সময়েও এর ব্যতিক্রম হয়নি। অনেক জায়গায় অনেকেই ধরা পড়েছেন।
“ডেটাবেজ সঠিকভাবে করা গেলে সেটি ভুয়া বা ভূতুড়ে তালিকার হাত থেকে সরকারকে মুক্তি দেবে। সঠিক লোকের হাতে সহায়তা পৌঁছাবে বলে আশা করা যায়,” বলছিলেন জিয়াউল আলম।
তিনি বলেন, ডেটাবেজের জন্যে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের তথ্য ছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সহায়তাও নেওয়া হবে। তাছাড়া পর্যায়ক্রমে অন্যান্য মন্ত্রনালয়ের কাছ থেকেও ডেটা নেবে সরকার। সব ডেটা এক সঙ্গে করা গেলে ভূয়া নাম বাদ দেওয়া যাবে।
জিয়াউল আলম বলেন, ডেটাবেজের জন্যে তারা জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নম্বর যুক্ত করছেন। তবে যাদের এই তথ্য নেই তাদের নাম বাদ দেওয়া হবে না।
“ব্যক্তি পরিচায় নিশ্চিত করার জন্যে জাতীয় পরিচায়পত্র এবং মোবাইল নম্বরের কোনা বিকল্প নেই। তবে এই দুটি নম্বরই সকলের আছে এমনটা নাও হতে পারে। সুতরাং যাদের নেই তাদেরকে এখন আমরা বাদ দিচ্ছি না। তবে সরকার চাইলে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে,” বলছিলেন জিয়াউল আলম।
সরকারি সুবিধাভোগীদের যে তালিকা বিভিন্ন মন্ত্রনালয়ে আছে তাতে এই ডেটাবেজে প্রাথমিকভাবে এক কোটি ২৫ লাখ পরিচারের নাম আসতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।
সংবাদ নিয়ে আলোচনা