নিউজইশপ রিপোর্ট: গ্রামীণফোনের বিভিন্ন পর্যায়ের স্টার গ্রাহকেরদের জন্যে ডিজিটাল সেবা কোম্পানি সহজ-এর বাইক রাইড এবং সহজ ফুড-এ একশ টাকার ছাড় ঘোষণা করা হয়েছে।
এক্সক্লুসিভ এই ডিসকাউন্ট অফারটি পেতে, চেকআউটের সময় প্রোমো কোড ব্যবহার করতে হবে।
প্রোমো কেড পেতে গ্রামীণফোনের সার্ভিস অ্যাপ মাইজিপি (MyGP) অ্যাপের ভাইচার সেকশন ভিজিট করতে বলা হয়েছে।
তাছাড়া প্রোমো পেতে স্টার গ্রাহকদেরকে সহজ (SHOHOZ) টাইপ করে এবং পাঠাতে হবে 29000 নম্বরে। এসএমএস পাঠানোর জন্যে কোনো খরচ লাগবে না।
অফারটি সহজ অ্যাপ এর মাধ্যমে রেস্টুরেন্ট এ বিক্রি করা খাবারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে এই কুপনটি গ্রোসারি এবং মেডিসিন বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্র্রামীণফোন থেকে তার স্টার গ্রাহকদের পাঠানো এসএমএস-এ বলা হয়েছে, প্রথমবার সেবা গ্রাহনের সময় জিপি স্টারদের জন্য কুপন এর ১৫ শতাংশ বা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট প্রযোজ্য হবে।
আর রেগুলার পারচেজ এ কুপন এর ১০ শতাংশ বা সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট প্রযোজ্য হবে।
এই কুপন দিনে একবার এবং ১৪ দিনের মধ্যে ১০ বার ব্যবাহার করা যাবে বলেও জানানো হয়েছে।
কেবল ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকরাই এই সেবা পেতে পারবেন বলেও শর্তে উল্লেখ করা হয়েছে। আর অফারটির মেয়াদ ৩০ পর্যন্ত।
সেবাটি সম্পর্কে আরো কিছু জানার থাকল সে জন্যে 16374 নম্বরে কল করা যাবে।
সেবাটি পাওয়ার জন্যে গ্রাহকের সহজ অ্যাপটিও ডাউনলোড করা থাকতে হবে। এন্ড্রোয়েড ফোন থেকে গুগল প্লেস্টোর থেকে সহজেই সহজের অ্যাপ ডাউনলোড করা যাবে।
আর আইফোনের জন্যে ভিজিট করতে হবে এই লিংককে।
এর আগেও সহজ এবং গ্রামীণফোন নানা ধরনের পার্টনারশীপের মধ্য দিয়ে গেছে। তার মধ্যে দেশ সেরা মোবাইল ফোন অপারেটরটির স্টার গ্রাহকদের জন্যে বাস টিকিটে ১৫ শতাংশ ছাড় বা মেডিকেল ইকুইপমেন্ট কেনায় ১০ শতাংশ ছাড়সহ আরো কিছু ছাড় ছিল উল্লেখযোগ্য।
সংবাদ নিয়ে আলোচনা