নিউজইশপ রিপোর্ট: নিজেদের নেটওয়ার্ক আরো বিস্তৃত করতে হংকং ভিত্তিক এক প্রতিষ্ঠানের বিনিয়োগ পেয়েছে ই-কমার্স কুরিয়ার সার্ভিস কোম্পানি ইকুরিয়ার। তবে বিনিয়োগের পরিমান জানায়নি কোম্পানিটি।
নতুন বিনিয়োগ পাওয়ায় সময় হংকং ভিত্তিক বেসরকারী প্রতিষ্ঠানটি ইকুরিয়ারের আর্থিক মূল্যায়ণ করেছে ৩০০ কোটি টাকা। তার ভিত্তিতেই বিনিয়োগ করেছেন তারা।
এর আগে ২০১৫ সালে বিনিয়োগের প্রাথমিক ধাপ শুরু করেছিল ইকুরিয়ার।
ইকুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ রাহুল জানান, এই বিনিয়োগ দিয়ে ঢাকার বাইরে পণ্য পৌঁছে দেওয়ার নেটওয়ার্ক বিস্তৃত করা ছাড়াও উন্নত ওয়্যারহাউস সুবিধা বাড়ানো হবে।
এছাড়া নিজেদের ডেলিভারি নেটয়ার্কের সীমা বাড়ানো, গ্রাহক আস্থা অর্জন এবং কাজের দক্ষতায় উন্নয়ন ঘটাতে এই বিনিয়োগ ব্যবহার করা হবে।
এর সুফল গ্রাহক ও অংশীদাররা ভোগ করতে পারবেন বলে জানান রাহুল।
কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে ২০১৫ সালে কার্যক্রম শুরু করা ইকুরিয়ার বর্তমানে ই-কমার্স ব্যবসায় নানান সেবা দিচ্ছে। ইকুরিয়ার বর্তমানে বাংলাদেশের ৬০টি জেলা এবং এক হাজারেরও বেশি ইউনিয়ন পর্যায়ে সেবা কার্যক্রম পরিচালনা করছেন তারা।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে সাড়ে তিনশোর বেশি কর্মী নিয়ে সরাসরি পাঁচ হাজার স্থানীয় অংশীদারদের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
এর আগে প্রথমে কোরবানির মাসং ডেলিভারি করা, এক দিনে ১০ হাজার পন্যের ডেলিভারি করা এবং একই দিনের মধ্যে পন্যের ডেলিভারি করে বেশ সাড়াও ফেলেছে কোম্পানিটি।
সংবাদ নিয়ে আলোচনা