নিউজইশপ রিপোর্ট: দারাজে অর্ডার করা পন্য এখন পাশের পিক আপ পয়েন্ট বা কালেকশন পয়েন্ট থেকে সংগ্রহ করে নিতে পারবেন গ্রাহক। এভাবে পন্য বুঝে নিয়ে গেলে গ্রাহকের কাছ থেকে দারাজ কোনো ডেলিভারি চার্জও নেবে না বলে ঠিক করেছে।
এর আগেও একবার এই সেবাটি চালু করে পরে আবার তা বাতিল করে দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ।
গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সেবাটি ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে দারাজ কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে ঢাকা শহরের সকল হাব এবং সাভার, খুলনা, সিলেট ও চট্রগ্রাম হাবেও এই সেবা শুরু হচ্ছে। তবে খুব অল্প সময়ের মধ্যে পুরো দেশ জুড়ে দারাজের প্রতিটি পয়েন্টে সেবাটি ছড়িয়ে দেওয়া হবে বলেও জানান তারা।
দারাজ জানাচ্ছে, সেবাটি কেবল প্রি-পেইড অর্ডার ও নন-বাল্ক প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
সেবাটি সম্পর্কে দারাজ বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম বলেন, গ্রাহকদের চাহিদার পরিপ্রেক্ষিতে তারা আবারো চালু করেছে কালেকশন পয়েন্ট সেবাটি। এর মাধ্যমে তারা পছন্দ মতন তাদের পিক আপ পয়েন্ট বাছাই করে কোন শিপিং চার্জ ছাড়াই তাদের পণ্য খুব সহজেই সংগ্রহ করতে পারবেন।
তিনি আশা প্রকাশ করেন, তাদের এই সেবা গ্রাহকদেরকে আরো উপকৃত করবে।
২০১২ সালে জার্মানিভিত্তিক এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপ দারাজ নামে একটি অনলাইন কেনাকাটার ই-বাণিজ্য প্রতিষ্ঠান চালু করে যেটি ২০১৫ সালে বাংলাদেশে তাদের সেবার বিস্তার ঘটায়।
২০১৭ সালের শুরুতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করা ই-বাণিজ্য প্রতিষ্ঠান ‘কেইমু’ দারাজের সাথে একীভূত হয়। আর গত বছরের মে মাসে দারাজ গ্রুপকে চীনা বহুজাতিক কোম্পানি ও ই-বানিজ্য জায়ান্ট আলিবাবা গ্রুপ কিনে নেয়। আলিবাবা গ্রুপ নিয়ন্ত্রণাধীন দারাজ বর্তমানে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভিয়েতনাম, হংকং সহ এশিয়ার বিভিন্ন দেশে দারাজ, শপ ও লাজাডা নামে ই-কমার্সের সেবা দিচ্ছে।
সংবাদ নিয়ে আলোচনা