নিউজইশপ রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্টপ ডেঙ্গু’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
অ্যাপটি ব্যবহারের মাধ্যমে যে কেউ দেশের যে কোন স্থানে মশার প্রজনন স্থান স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবেন। যার মাধ্যমে পুরো দেশের মশার প্রজনন স্থানের ম্যাপিং তৈরি করা হবে এবং সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার খুব সহজেই কোন এলাকায় কত জন লোক নিয়োগ করতে হবে তা মশার জন্ম স্থানের ঘনত্ব দিয়ে নির্ধারণ করতে পারবে।
মশা নিয়ন্ত্রণে কি পরিমান ঔষধ কিনতে হবে বা ব্যবহার করতে হবে সে বিষয়টিও জানা যাবে অ্যাপটির মাধ্যমে। একইসঙ্গে পরবর্তী বছরের জন্য পূর্বের থেকে সতর্কতামূলক প্রস্তুতি গ্রহণ করা যাবে।
ই-ক্যাব-এর সার্বিক তত্বাবধানে অ্যাপটি তৈরিতে কারিগরি সহায়তায় ই-পোস্ট ও বিডি-ইয়ুথ। শনিবার রাজধানীর কাকরাইলস্থ জাতীয় স্কাউট ভবনের শামস্ হলে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এই অ্যাপটির উদ্বোধন করা হয়।
এ সময় সরকারের পাঁচটি মন্ত্রনালয় ও বিভাগ এবং চারটি সংস্থার মধ্যে বহুপক্ষীয় একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে বাংলাদেশ স্কাউটস্, ই-ক্যাব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার অধিদপ্তর, আইসিটি বিভাগের অধীনস্থ এটুআই প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় চুক্তিকে স্বাক্ষর করেন।
অ্যাপটির ব্যবহার ও কার্যকারিতার ওপর আলোকপাত করে ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডেঙ্গুর নিয়ন্ত্রণ অনেক সহজতর হবে।
চুক্তি অনুযায়ী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংক্রমিত রোগ প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণের মাধ্যমে প্রযুক্তির সহায়তায় নাগরিক পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মোঃ আতিকুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, দুর্নীতি দমন কমিশনের কমিশনার ও বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।
এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার।
অনুষ্ঠানে ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, গত দুই সপ্তাহ ধরে ই-ক্যাব তাদের এক হাজার সদস্যকে নিয়ে ডেঙ্গু সচেতনতায় সম্পৃক্ত হয়। কাজ করতে গিয়ে তারা ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় একটি অ্যাপের প্রয়োজনীয়তা বোধ করেন।
তিনি বলেন, তথ্য-উপাত্ত ভিত্তিক সেবা দিতেই ‘স্টপ ডেঙ্গু’ অ্যাপের ম্যাপিং করা হয়। অ্যাপটি আগামীতে একটি হলিস্টিক ম্যানেজমেন্ট অ্যাপ হিসেবে কাজ করবে। সাধারণ মানুষ যেন এটি সহজেই ব্যবহার করতে পারে সে দিকটায় খেয়াল রাখা হয়েছে।
সংবাদ নিয়ে আলোচনা