নিউজইশপ রিপোর্ট: সারা দেশে প্রাইভেট কারের ভাড়াভিত্তিক সার্ভিস চালু করেছে রাইজ শেয়ারিং কোম্পানি পিকমি।
রাজধানী ঢাকাসহ সকল বিভাগীয় শহর, জেলা এমনকি উপজেলা পর্যায়েও তাদের সেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন পিকমি কর্তৃপক্ষ।
পিকমি অ্যাপ ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী সেডান, নোয়া কিংবা হাইয়েস গাড়ি ভাড়া করা যাবে বলে সম্প্রতি এক সাংবাদ বিজ্ঞপ্তিতে জানান তারা।
চাইলে ভ্রমণের আগেই পিকমি অ্যাপের মাধ্যমে বা হটলাইন নম্বরে ফোন করে রাইড বুকিং করতে পারবেন গ্রাহক।
সুন্দর মুহূর্তগুলো ফেইসবুকে শেয়ার করে উপহার জিতে নেওয়ার অফারও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
পিকমির আনুষ্ঠানিক অফিসিয়াল অ্যাপ চালু হয় গত বছরের ১ সেপ্টেম্বর। বর্তমানে প্রতিষ্ঠানটির মোটরবাইক, কার রাইড শেয়ারিং ও ইন্টারসিটি সার্ভিস চালু রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, রাইড শেয়ারিং সেবার দিকে দিয়ে এক নম্বরে না থাকলেও লাইসেন্স প্রাপ্তিতে সবার আগে চলে আসল দেশীয় রাইড শেয়ারিং কোম্পানি পিকমি।
এর আগে রাইড শেয়ারিংয়ে দেশের প্রথম কোম্পানি হিসেবে জুলাই মাসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) – এর অনুমোদন পেয়েছেন বলে জানান পিকমি’র বিজনেস অপারেশন্স বিভাগের সিনিয়র ম্যানেজার শরিফুল ইসলাম তারেক।
তিনি বলেন, সব মিলিয়ে তার গ্রাহকদেরকে আধুনিক সেবার বিষয়টি নিশ্চিত করতে চাইছেন। আর সে কারণেই তাদের এতো সব আয়োজন।
সংবাদ নিয়ে আলোচনা